22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে দুই তলা পুড়ে ছাই, নিচেও ছড়াচ্ছে আগুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক :

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন এখন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে, আর ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন।

জসীম উদ্দিন বলেন,

“ভবনের সাততলা ও ছয়তলা পুরোপুরি পুড়ে গেছে। ভেতরে প্রচুর পোশাকের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় সিইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শ্রমিকদের খোঁজে অনেকে কারখানার সামনে ভিড় করেছেন। আগুনের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসুক জনতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...