পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে ওই ছাত্রী বর্ষা আক্তারকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বাড়ির অন্য সদস্যদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্যান্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, টিউশনি করতে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসার সিঁড়িতেই ছুরিকাঘাতে নিহত হন জুবায়েদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়।
ঘটনার দেড় ঘণ্টা পর বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা তদন্ত শেষে ঘটনাস্থল থেকে পিবিআই ও পুলিশের অপরাধ তদন্ত দল বিভিন্ন আলামত সংগ্রহ করে।
জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।