25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

জন্ম বেলজিয়ামে, চালাতে পারেন বিমান—এবার খেলবেন জিম্বাবুয়ের ক্রিকেট দলে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক :
হারারেতে আগামী সোমবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচকে সামনে রেখে আজ (রবিবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার আন্তুম নাকভি ও মিডিয়াম পেসার তিনোতেন্ডা মাপোসা।
নাকভির বংশগত শেকড় ভারত ও পাকিস্তানে। তার দাদা উত্তর প্রদেশের, দাদি পাকিস্তানের বাসিন্দা ছিলেন। বিয়ের পর তারা স্থায়ী হন বেলজিয়ামে। নাকভির বাবা জুবাইর আমির নাকভির বেড়ে ওঠা সেই দেশেই; পেশায় তিনি একজন পাইলট। বাবার মতোই চার্টার বিমান চালাতে পারদর্শী আন্তুম নাকভি। চার বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি, সেখানেই ক্রিকেটের হাতেখড়ি।
ডারউইনে খেলতে গিয়ে নাকভির সঙ্গে দেখা হয় জিম্বাবুয়ের সাবেক ওপেনার সলোমন মিরের। তিনিই নাকভিকে জিম্বাবুয়ের হয়ে খেলার পরামর্শ দেন। সেই সূত্রে ২০২৩ সালে নাকভি যোগ দেন জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে। একই বছরে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে প্রথম শ্রেণি ক্রিকেটে অভিষেক হয় তার, প্রথম ম্যাচেই খেলেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটেও অভিষেক হয় তার, করেন ৪১ রান।
এখন পর্যন্ত নাকভি ১৯টি প্রথম শ্রেণি ও ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণিতে তার রান ১,৬২৬, গড় ৬৭.৭৫, সেঞ্চুরি ৬টি, হাফসেঞ্চুরি ৭টি লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন ১,২৮৬ রান, গড় ৬১.২৩, সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি যথাক্রমে ৬ ও ৫।
অন্যদিকে, মিডিয়াম পেসার তিনোতেন্ডা মাপোসা এর আগে জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। এবার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে এই একমাত্র টেস্টকে সামনে রেখে অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের মিশেলে সাজানো হয়েছে জিম্বাবুয়ের দল।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...