- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক ;
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হয়েছে। আদালতের নির্দেশে এ মামলা দায়ের করা হয় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
তিনি জানান,
“মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মামলার আসামিরা
মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া অভিযুক্তদের মধ্যে আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট আসামি ১১ জন এবং অজ্ঞাতনামা কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আদালতের নির্দেশ
এর আগে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে সালমান শাহর হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দেন।
ঘটনার পটভূমি
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাটি দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরে তাদের প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে তার মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন যে,
“আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

