28 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

৩৮ বছরেও ছন্দময় মেসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
বয়স ৩৮ পেরোলেও লিওনেল মেসির জাদু এখনো আগের মতোই অটুট। সময়ের সঙ্গে সঙ্গে তার ছন্দ, গতি কিংবা গোল করার নৈপুণ্যে কোনো ভাটা পড়েনি। বরং নতুন উচ্চতায় উঠেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)।
সদ্য শেষ হওয়া এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। গোল করায় যেমন শীর্ষে, তেমনি গোল করাতেও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ক্যারিয়ারজুড়ে সর্বোচ্চ গোলদাতা মেসি
মেসির ক্যারিয়ারে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়া নতুন কিছু নয়। ইউরোপ ও আমেরিকার নানা লিগে তিনি একাধিকবার এই কৃতিত্ব অর্জন করেছেন।
লা লিগায় মেসি
স্পেনের লা লিগাতেই মেসির উত্থান ও কিংবদন্তি হয়ে ওঠা। বার্সেলোনার জার্সিতে এই লিগে তিনি করেছেন ৪৭৪ গোল, যা এখনো সর্বোচ্চ।
তিনি আটবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হন এবং ২০১১–১২ মৌসুমে এক মৌসুমে রেকর্ড ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েন।
কোপা দেল রে

স্পেনের বার্ষিক প্রতিযোগিতা কোপা দেল রে-তে মেসি খেলেছেন ৮০ ম্যাচে, গোল করেছেন ৫৬টি।
এ প্রতিযোগিতায় তিনি পাঁচবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হন। এর মধ্যে ২০১০–১১ মৌসুমে করেন সর্বোচ্চ ৭ গোল।

- Advertisement -spot_img
সর্বশেষ

জোট না করলেও আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়েই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নবনির্বাচিত আমির ডা....