| Your Ads Here 100x100 |
|---|
”শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থণালয় হোক দূর্গন্ধমূক্ত”-এমন প্রতিপাদ্যে ২১ অক্টোবর সকাল ১০টায় বারিধারাস্থ প্লট নং ৫৮-৬০, প্রগতি সরণি, ব্লক-জে, ঢাকা-১২১২-তে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক ডি মাজেনড্ গীর্জা ও সেন্ট ইউজিন’স স্কুলের সামনে ময়লার ভাগাড় নির্মাণের প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করে ডি মাজেনড্ গীর্জাসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেন্ট ইউজিনস্ স্কুলের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থী ও এলাকার খ্রীস্টান সম্প্রদাও ও সাধারণ জনগণ। এসময় শিক্ষার্থীদের হাতে নানা রকম স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পেতে দেখা যায়। তাদের কণ্ঠে মুহূর্মূহু স্লোগানে উচ্চারিত হয়: ‘আবর্জনার গন্ধ নয়, ফুলের গন্ধ নিয়ে বড় হতে চাই।’, ‘ময়লা সরাও, আমাকে বুক ভরে শ^াস নিতে দাও’, ‘ময়লা সরাও অথবা ময়লার স্তুপে আমাকে চাপা দিয়ে দাও’, ‘আবর্জনা নয়, স্কুলে চাই বিশুদ্ধ বাতাস’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান।

উল্লেখ্য যে, রাজধানীর বারিধারাস্থ প্রগতি সরণিতে অবস্থিত নয়ানয়গর ডি মাজেনড ক্যাথলিক র্গিজা ও সেন্ট ইউজিন’স স্কুল নগরির এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। গির্জার প্রকৃতি অনুযায়ী, দীর্ঘ সময় ধরে গরীব, অবহেলিত ও মানব কল্যাণ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বারিধারা, নয়ানগর, গুলশান, নর্দ্দা, কালচাঁদপুর, নতুনবাজার, কুড়িল এলাকার খ্রীষ্টানদের জন্য একমাত্র ক্যাথলিক গির্জা। প্রতিদিন সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে বহু বাংলাদেশী ও বিদেশী খ্রীষ্টানগণ আসে প্রার্থনায় অংশগ্রহণ করতে।

পাশাপাশি সেন্ট ইউজিন’স্ স্কুলে প্রচুর কোমলমতি ছাত্র-ছাত্রী শিক্ষাগ্রহণ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ খুবই মনোরম, পরিস্কার, পরিচ্ছন্ন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উক্ত গির্জা ও স্কুলের অতি সন্নিকটবর্তী স্থানে (সম্মুখভাগে) একটি ময়লার ভাগাড় (ডাস্টবিন) স্থাপনের কাজ শুরু করছে যা উক্ত র্গিজা, স্কুলের শিক্ষার্থী ও পিতা-মাতাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমন স্থানে ডাস্টবিন স্থাপন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত বিরূপ প্রভাব ফেলবে, দুর্গন্ধ ও নোংরা পরিবেশ তৈরি হবে, যা আমাদের গির্জায় প্রার্থনা ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটবে। শিশুদের স্বাস্থ্যঝুঁকিও সৃষ্টি হবে। ইতোমধ্যে সাময়িক সময়ের জন্য সেখানে ময়লা ফেলার কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছিল এবং তখনই গীর্জা ও স্কুল কর্তৃপক্ষ উক্ত ভাগাড় নির্মাণ না করার অনুরোধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা বরাবর আবেদন করেও কোন সাড়া পায়নি। বরং উত্তর সিটি কর্পোরেশ কর্তৃপক্ষ সম্প্রতি উক্ত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থাপনা নির্মাণকাজ শুরু করেছে।
তাই অনন্যোপায় হয়ে এলাকার সাধারণ মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে মিলিত হন।

