- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
২০১৬ সাল থেকে পরবর্তী পাঁচ বছর দেশে প্রতিদিন গড়ে ১০টি করে হত্যা মামলা নথিভুক্ত হতো। ২০২১ সালে এ সংখ্যা নেমে আসে নয়টিতে। কিন্তু ২০২৫ সালে চিত্রটি আবার পাল্টে গেছে। চলতি বছরের প্রথম নয় মাসেই গড়ে প্রতিদিন প্রায় ১১টি করে হত্যা মামলা রেকর্ড হয়েছে—যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ২ হাজার ৯১১টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৯৫টি মামলা পুরনো ঘটনার, যা এ বছর নথিভুক্ত হয়েছে। দৈনিক গড় হিসাব করলে দাঁড়ায় প্রতিদিন ১১টি খুন।
সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে (৬৮৫টি) এবং ডিএমপি এলাকায় (৩৫২টি)। অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে।
২০২৪ সালের ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের সময় আইন–শৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন–পীড়নের ঘটনায় সারা দেশে ৮৩৭টি হত্যা মামলা রেকর্ড হয়। সেবছর মোট ৩ হাজার ৪৩২টি খুনের মামলা নথিভুক্ত হয়।
অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহতদের ঘটনায়৩ লাখের বেশি গুলি ছোড়ার তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনারের তদন্তে।
অভ্যুত্থানের পর জনরোষের মুখে পুলিশের বহু স্থাপনা ধ্বংস হয়, নিহত হন ৪৪ জন পুলিশ সদস্য। এরপর সেনাবাহিনীর সহায়তায় ধীরে ধীরে টহল কার্যক্রম শুরু হলেও অপরাধ দমনে এখনও ঘাটতি রয়ে গেছে। পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করা এবং অভিযানে হামলার ঘটনায়ও তাদের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে বলে জানাচ্ছেন সাবেক কর্মকর্তারা।