32 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এ বিষয়ে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে জানান,

“আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দীর্ঘ ২৯ বছর পর হত্যা মামলা-
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘটে। সে সময় তার স্ত্রী সামিরা হক একে আত্মহত্যা বলে দাবি করলেও সালমানের পরিবার অভিযোগ করে এটি পরিকল্পিত হত্যা।
প্রায় তিন দশক পর মামলার মোড় ঘুরেছে। গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়। এর পরদিনই তার মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে : হাসান মামুন

  মো: জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালীপ্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল...