28 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সৈয়দ আশিক মাহমুদ- জামালপুর থেকেঃ
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও
শাহিদ বেগম (৩৫) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার
২৪ অক্টোবর শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। পরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ।
গ্রেফতারকৃত আব্দুল মতিন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর
পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদ বেগম নুরুন্দি
ডিগ্রীরচর গ্রামের আব্দুল সামাদের মেয়ে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ বলেন,
শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজার পিস
ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন মাদক ব্যবসায়ী আব্দুল মতিন ও তার স্ত্রী
শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাস
থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ গ্রেফতার করে
পুলিশ। পরে যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় এনে সকল যাত্রীদের তল্লাশী
করা হয়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না থাকায় তাদের ছেড়ে দেয়া
হয়। তবে দ্রুতগামী পরিবহণের বাসটি জব্দ রাখা হয়েছে। উদ্ধারকৃত
ইয়াবার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা। গ্রেফতারকৃত আব্দুল মতিন ও
শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও ২টি করে মোট ৪টি মাদক মামলা
রয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে
আদালতে প্রেরণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার
ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
নাজমুস সাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগের প্রয়াত এক নেতার কবর জিয়ারত...