32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

জনপ্রিয়
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগের প্রয়াত এক নেতার কবর জিয়ারত করেছেন।
প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর এমন উদ্যোগে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) দুপুরে আওনা ইউনিয়নে গণসংযোগের সময় প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন আব্দুল আওয়াল।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
তাঁর ছেলে ডা. মুরাদ হাসান ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
ঘটনাটি ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
কেউ কেউ এটিকে “নির্বাচনি কৌশল” হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, এটি “সামাজিক সৌজন্যের অংশ” ছাড়া আর কিছু নয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

খবরের দেশ ডেস্ক ; ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পরও থামার ইচ্ছা নেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও...