রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছে। রোববার দুপুর সোয়া ১২টার সময় এ দুর্ঘটনায় নিচে থাকা এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। কখন পুনরায় চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান ঘটনাস্থলে পুলিশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ১৮ সেপ্টেম্বরেও মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০-১৫০ কেজি। এ ধরনের ঘটনা নিরাপত্তার ব্যাপারে নতুনভাবে উদ্বেগ তৈরি করেছে।