18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে পড়ে মারা গেছেন আবুল কালাম নামে এক পথচারী। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলারে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত করে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। কবে চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।
এর আগেও গত বছর সেপ্টেম্বর মাসে ফার্মগেট এলাকায় একইভাবে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরপর দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় মেট্রোরেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রকৌশলীরা জানান, মেট্রোরেলের উড়ালপথে ব্যবহৃত প্রতিটি বিয়ারিং প্যাড রাবার জাতীয় উপাদান দিয়ে তৈরি এবং এদের ওজন ১৪০ থেকে ১৫০ কেজির মধ্যে। এসব প্যাড লাইনের ভারসাম্য রক্ষা করে। বিয়ারিং প্যাড খুলে পড়লে উড়ালপথে কাঠামোগত ঝুঁকি দেখা দিতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...