ছবিটা ১৯৯৫ সালে তুলা হয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকতে, স্বপ্নের পৃথিবী ছবির শুটিং চলাকালীন সময়।
আব্বু তখন পুলিশ সুপার কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন, সকালে হাঁটাহাটির সময় হঠাৎ নায়কের সাথে দেখা।
তার সাথে ছবি তোলার জন্য নায়ক সালমান শাহ কে বললে, তিনি জানিয়েছিলেন বিকেলে ছবির শুটিং চলাকালে তুললে ছবি সুন্দর হবে।
কিন্তু আব্বুর কথাবার্তায় সিলেটের ভাব থাকায় তখন নায়ক সালমান শাহ, আব্বুকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়। আব্বু তখন সিলেটের জকিগঞ্জ বললে আব্বুকে সাথে সাথে জড়িয়ে ধরে ক্যামেরাম্যানকে ছবি তোলার জন্য বলেন।
নায়ক সালমান শাহ যেখানেই থাকুক ভালো থাকুক।