- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
রাজধানীর ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫) নামের এক যুবক। নিহত কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার আগের রাতে, শনিবার (২৫ অক্টোবর), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের জীবনের শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম। সেখানে তিনি লিখেছিলেন—
“ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই উপরের দিক থেকে ভারী ধাতব অংশটি পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আবুল কালাম। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের ছায়া।
আবুল কালামের মেজভাবি আছমা বেগম বলেন,
“দুপুর ১২টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। সে বলছিল, দু-এক দিনের মধ্যে বাড়িতে আসবে, আমি যেন ইলিশ মাছ কিনে রাখি। আমার ভাই আর এলো না…”
চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন,
“আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। সরকারের অবহেলার কারণে এমন মৃত্যু—এটা মেনে নেওয়া যায় না। তার পরিবারের দায় এখন কে নেবে?”

