18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

কুড়িগ্রামে অভিযানে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য, গ্রেফতার ২

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ছয়জন পুলিশ সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। হামলার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার উৎখাতের পরিকল্পনা এবং ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে এলাকায় পোস্টার টানানোর খবর পায় পুলিশ। পরে অভিযান চালাতে গেলে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে থাকা একদল লোক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ছক্কুকে আটক করলে হামলাকারীরা তাকে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।
এ ঘটনায় উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫)-কে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন সদস্য আহত হয়েছেন। আমরা ইতোমধ্যে দুইজনকে আটক করেছি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...