সাভারের খাগান এলাকায় তুচ্ছ এক ঘটনার জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার (২৬ অক্টোবর) রাতভর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০-৫০ জন শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালান, এতে কয়েকটি কক্ষ ভাঙচুর হয়।
ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় এক হাজার শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ।
সংঘর্ষে প্রশাসনিক ভবন, কয়েকটি হোস্টেল ও অন্তত আটটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিস্ফোরণ ঘটে একাধিক ককটেলেরও। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
ড্যাফোডিলের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে বলে অভিযোগ শিক্ষার্থীদের।