28 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পরও থামার ইচ্ছা নেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন তিনি। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে তিনি মাঠে নামতে চান আরও একবার বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে।
মেসি বলেন,

“যদি বিশ্বকাপে খেলতে পারি, সেটা হবে দারুণ এক অভিজ্ঞতা। আমি চাই পুরোপুরি ফিট অবস্থায় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তবে এখন প্রতিদিন নিজের অবস্থা যাচাই করছি। আগামী বছরের ইন্টার মায়ামির প্রি-সিজনে বুঝতে পারব, আমি কতটা প্রস্তুত। তারপরই সিদ্ধান্ত নেব।”

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচটি আসরে ইতোমধ্যে অংশ নিয়েছেন মেসি। তবে জাতীয় দলের হয়ে খেলাটা এখনও তাঁর কাছে স্বপ্নের মতো,

“বিশ্বকাপের মঞ্চ সবসময়ই বিশেষ। আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি, এবারও শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। জাতীয় দলের হয়ে আবারও বিশ্বকাপে মাঠে নামা হবে রোমাঞ্চকর।”

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে মেসির। এরপর দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন প্রায় সব শিরোপা—কেবল বিশ্বকাপটিই ছিল অপূর্ণতা। ২০২২ সালে কাতারে সেই স্বপ্নও পূরণ হয়। মেসি বলেন,

“এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ক্যারিয়ারে এই একটি ট্রফিই বাকি ছিল, সেটা জেতার পর মনে হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে।”

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে সম্প্রতি আরও তিন বছরের চুক্তি করেছেন তিনি। অনেকের মতে, ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হওয়ায় মেসির যুক্তরাষ্ট্রে খেলার অন্যতম কারণও এটি।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯৫ ম্যাচে ১১৪ গোল করেছেন মেসি। যদি তিনি ২০২৬ বিশ্বকাপে খেলেন, তবে সেটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে এক বিরল রেকর্ড হয়ে থাকবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কুড়িগ্রামে সেতুর নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়, তবুও সেতু নির্মাণ হয়না

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে একটি সেতুর নির্মাণ কাজের ৪ বছর মেয়াদ শেষ...