20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

গণপূর্ত অধিদপ্তরে বড় পরিবর্তন ! নতুন প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী।

এর মাধ্যমে বিদায়ী প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে হঠাৎ রিজার্ভে পাঠানো হয়েছে—যা প্রশাসনিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়—২৮ অক্টোবর, মঙ্গলবার থেকে খালেকুজ্জামান চৌধুরীর নতুন দায়িত্ব কার্যকর হবে।

খালেকুজ্জামান চৌধুরী এতদিন ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।দীর্ঘদিনের অভিজ্ঞতা, অবকাঠামো নির্মাণে দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ২০২০ সালে এই পদে নিয়োগ পান।এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

khalekuzzaman

সূত্র অনুযায়ী, তার চাকরির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও,মাত্র দুই মাস আগে তাকে রিজার্ভে পাঠানো হয়েছে—যা প্রশাসনিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।

গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে,সংস্থার চলমান উন্নয়ন প্রকল্প, বিশেষ করে সরকারি দপ্তর ও অবকাঠামো নির্মাণে কাজের তদারকির গতি বাড়াতে নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল।তাই অভিজ্ঞ কর্মকর্তা খালেকুজ্জামান চৌধুরীকে চলতি দায়িত্বে প্রধান প্রকৌশলী পদে আনা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর (Public Works Department – PWD) বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি প্রকৌশল সংস্থা।সরকারি অফিস ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক অবকাঠামো— সব নির্মাণেই এই দপ্তরের সরাসরি তত্ত্বাবধান থাকে। এ কারণে প্রধান প্রকৌশলী পদটি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খালেকুজ্জামান চৌধুরীর নিয়োগে একদল কর্মকর্তা ও প্রকৌশলী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, তিনি একজন “দক্ষ, অভিজ্ঞ ও সৎ প্রশাসক”, যার নেতৃত্বে নতুন গতি আসবে প্রকল্প বাস্তবায়নে।

তবে অন্যদিকে, শামীম আখতারকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রিজার্ভে পাঠানোয়“প্রশাসনিক পরিবর্তনের পেছনে রাজনৈতিক বা অভ্যন্তরীণ কারণ আছে কি না” – তা নিয়েও চলছে নানা গুঞ্জন।

বাংলাদেশের সরকারি প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণপূর্ত অধিদপ্তরে এই পরিবর্তন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এখন দেখা যাক, নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী কীভাবে তার দায়িত্বের মাধ্যমে অধিদপ্তরকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...