20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

রায়গঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে— ‘গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100





জলিলুর রহমান জনি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
‎সকাল ১১টায় ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি আল-আমিন খান এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন,
‎জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন,
‎সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান সহ আরো অনেক। উক্ত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্লোগানে মুখর পুরো উপজেলা পরিষদ চত্বর উৎসবে পরিণত হয়।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে এ দেশের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে সবসময় অগ্রভাগে থেকেছে। আজও সেই সংগ্রামের পথেই আমরা একতাবদ্ধ।”
‎বক্তারা আরও বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...