20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

বাগআঁচড়ায় জেলা পরিষদের সরকারি জমি দখল করে চলছে মার্কেট নির্মাণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মহিলা কলেজ সংলগ্ন নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে পাঁচতলা ফাউন্ডেশনের মার্কেট নির্মান করছে স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম।
জানা গেছে, বাগুড়ী মৌজার মেইন রোডের পাশে জেলা পরিষদের নিজস্ব ৪০ শতক জমি রয়েছে। যার খতিয়ান নং ১, দাগ নং ৩২ এবং এসএ নং ৩। এই জমি গুলো দীর্ঘদিন ধরে অল্প অল্প করে দখল হয়ে যাচ্ছে। দেশের পট পরিবর্তনের আগে আওয়ামীলীগ সরকারের আমলে পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করে এই জমির প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ দখল করে নেই আশপাশের ৫ জন জমির মালিক। নতুন করে বাকী সাড়ে তিন শতক জমি দখল করে রাতদিন রাজমিস্ত্রী খাটিয়ে বিল্ডিং তুলছেন স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম।
মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, জেলা পরিষদের ওই জমি দখল মার্কেট নির্মানের জন্য ৩৬টি পিলার উঠিয়ে ইট গাথার কাজ চলছে পুরোদমে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ী শহিদুল এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না। জেলা পরিষদের কর্মকর্তাদেরকে হয়তো তিনি ম্যানেজ করেছেন। কারণ এর আগে যারা দখল করেছে সবাই জেলা পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করেই করেছেন।
আজিজুল ইসলাম নামে স্থানীয় এক মানবাধিকার কর্মী জানান, এই জায়গাটা জেলা পরিষদের খাস সম্পত্তি। আমরা নিজের চোখে দেখেছি জমিটা কিভাবে আস্তে আস্তে দখল হয়েছে। নতুন করে আবার ও দেখছি বাকি জমিটুকুও দখল হচ্ছে। তবে প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে আজও দেখিনি।
অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, তিনি কোন জমি দখল করেননি। তাহলে বিল্ডিং নির্মাণের কোন নিয়ম না মেনে অতিরিক্ত লোকবল লাগিয়ে রাতদিন মিলে এতো দ্রত কেনো কাজ চালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, আপনি এসে কাগজপত্র দেখে যান।
জেলা পরিষদের ৪০ শতাংশ জমি দখলের বিষয়টি স্বীকার করে পরিষদের সার্ভেয়ার এমএ মঞ্জু বলেন, আমি বিষয়টি শুনে জমিতে গিয়ে অভিযুক্ত শহিদুল ইসলামকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে এসেছিলাম। তবে তিনি বন্ধ করেননি বরং আরো বেশী মিস্ত্রি লাগিয়ে দ্রত কাজ করাচ্ছেন। আমি উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সরকারি এ জমি উদ্ধারে দখলদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান। #
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...