20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীতে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার মধ্যেই সব সমস্যার সমাধান করা হয়। ফলে আজ সকাল থেকে মেট্রোরেলের সব লাইন স্বাভাবিকভাবে চালু রয়েছে।
এর আগে বুধবার রাত ৯টা ১০ মিনিটে হঠাৎ করে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।
এর আগে রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম নিহত হন। ওই দুর্ঘটনার পর পরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে ধাপে ধাপে চলাচল শুরু হয় — প্রথমে রবিবার বিকেল তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও অংশে, এরপর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত। অবশেষে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর পুরো পথে ট্রেন চলাচল চালু করা হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...