| Your Ads Here 100x100 |
|---|
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আউটযুগ গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। প্রতি বছরের মতো এবারও স্থানীয় কাত্যায়নী পূজা উদযাপন কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজামণ্ডপে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলেই অংশ নিচ্ছেন পূজা, আরতি ও প্রসাদ বিতরণে। পূজার পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করছেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য শ্রী ছিদাম অধিকারী জানিয়েছেন, গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ পূজা দেখতে আসছে। ফরিদপুর জেলার ভিতরে এই পূজাই আয়োজনে সেরা এমনটি দাবি করেন তিনি।
পূজা দেখতে আসা দর্শনার্থী অসিম হীরা জানান আমরা আলফাডাঙ্গা থেকে কাত্যায়নী পূজা দেখতে এসেছি। এখানকার আয়োজন খুবই ভালো। আমরা প্রতিবছরই এখানে পূজা দেখতে আসি।
স্থানীয় বাসিন্দা পিপাসা অধিকারী বলেন প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিজয়া দশমী মধ্য দিয়ে পূজা শেষ হবে।
পূজা কমিটির অন্যতম সদস্য বিপ্লব বিশ্বাস বলেন আমাদের এই পূজা ২৭ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে এবং আগামী শুক্রবার বিজয় দশমীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে।
দুরদুরান্ত থেকে ভক্তরা দলে দলে ছুটে আসছে এই পূজা দেখার জন্য। পূজা উপলক্ষে এখানে বসেছে মেলা। মেলায় বসেছে বিভিন্ন রকমের বাহারি খাদ্য, খেলনা, মিষ্টি, কাসাপিতল সহ হরেক রকমের দোকানিরা।
স্থানীয় ভক্তরা জানান, দেবী কাত্যায়নীর পূজার মাধ্যমে তারা পরিবারের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আর কে মৃধা রাহুল , ফরিদপুর জেলা প্রতিনিধি

