- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হলো, তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। আমরা চেয়েছিলাম এর আইনি ভিত্তি। কিন্তু তা না করেই অনেক দল স্বাক্ষর করলো, আর এখন তারাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে।”
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাস এলাকায় এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“বিয়েই যদি না করো, তাহলে কাবিনে সিগনেচার কেন করো? সংসার যদি না করতে চাও, তাহলে কবুল কেন বলো? কবুল যেহেতু বলেছো, কাবিনে যেহেতু সই করেছো, সংসারও করতে হবে। এখন যদি না করতে চাও, জনগণের সামনে এসে বলো— আমরা ডিভোর্স দিতে চাই।”
তিনি আরও বলেন, “সংস্কারের বিপক্ষে যারা ‘না’ বলছে, তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আগামীতে তত্ত্বাবধায়ক সরকার, ভোট ও মৌলিক অধিকারের বিরুদ্ধেও অবস্থান নেবে।”
পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ‘ষড়যন্ত্র’ চলছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন,
“আগস্টের পর পুলিশ সংস্কার কমিশন গঠিত হলেও তা আলোর মুখ দেখেনি। সচিবালয়ে ডিসি-এসপি ভাগাভাগির রাজনীতি হয়েছে। এই ভাগাভাগির রাজনীতিতে কেউ গেলে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।”

