24 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

জনপ্রিয়

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসন কাঠামোই অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার মতে, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক বছরগুলোতে সরকারের পতনের মূল কারণ ছিল প্রশাসনিক অদক্ষতা ও দুর্বলতা।
শুক্রবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
অজিত দোভাল বলেন, “রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সহায়তা করে না, বরং জনগণের আকাঙ্ক্ষা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল।”
ভারতের এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো জনগণকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী, তাই তাদের প্রত্যাশা পূরণে রাষ্ট্রকে জবাবদিহি ও কার্যকর হতে হয়।
অজিত দোভাল আরও বলেন, “একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন কার্যকরভাবে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনা করেন।”
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে বলেন, “ভারত এখন নতুন কক্ষপথে প্রবেশ করছে—এক নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানে। প্রশাসনিক দুর্নীতি দমনে বর্তমান সরকার যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা ইতিমধ্যে গভীর প্রভাব ফেলছে।”
দোভাল ভালো শাসনের মূল উপাদান হিসেবে নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন-এর ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষায়, “শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না; এগুলোর কার্যকর বাস্তবায়নই আধুনিক শাসনের প্রকৃত মানদণ্ড।”
- Advertisement -spot_img
সর্বশেষ

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান অধ্যাপক এবিএম ফজলুল করিমের

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   গতকাল শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ-এশা মুন্সিগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী...