রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মিরপুর এলাকায় মেট্রোর বিদ্যুৎ পরিবাহী তারে (ওভারহেড ক্যাটেনারি সিস্টেম) একটি ডিশ সংযোগের কেবল জড়িয়ে পড়েছে।
ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম দুপুর পৌনে একটার দিকে জানান, কেবলটি সরানোর কাজ চলছে। আশা করা হচ্ছে, আধাঘণ্টার মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
এর আগে বৃষ্টির পানি ঢোকা, এসি বিকল হওয়া, সফটওয়্যার ত্রুটি– এমন নানা কারণে সাম্প্রতিক সময়ে মেট্রোরেল চলাচলে একাধিক সমস্যা দেখা দিয়েছে।