25 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সৈয়দ আশিক মাহমুদ- জামালপুর থেকেঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ারী আনোয়ার সরকার বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনাঘটে।সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হল- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)। নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
সৈয়দ আশিক মাহমুদ- জামালপুর থেকেঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ারী আনোয়ার সরকার বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হল- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)। নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ৩১ অক্টোবর বিকালে ছয় শিশু একসঙ্গে নদীর পানিতে গোসল করতে নামে। তাদের মধ্যে ইয়াসিন (৭) নামের একটি শিশু তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

  জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন...