সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের লেখা যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামে প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে বাসস্টেশনে শাহেদ লতিফের কুরআন তেলোয়াতের পর সভাপতি রেহেনা আক্তার কাজলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম।
সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন রামু কলেজের সহযোগী অধ্যাপক ইজ্জত উল্লাহ।
এসময় পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,স্বাস্থ্য সহকারী এনামুল হক, লেখক ও প্রাবন্ধিক হুমায়ুন ছিদ্দীকী ও জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
অনুষ্টানে ব্যবসায়ী রশিদ আহমদ, দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ ইদ্রিস, ইসমাইল বেলাল, সাজেদ সুলতান, নুর কামাল, ফয়সাল মাহমুদ ও হাসনাত মোহাম্মদ বিজয় প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মোনাজাত করেন জোয়ারিয়ানালা এমদাদিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মিজানুল হক।