24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়ার ছবি বিকৃত: শাহবাগ থানায় মামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া (মোনামি) তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।
আজ রোববার সকালে তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন সদস্য তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া। তিনি তার ফেসবুক পোস্টে জানান,

“শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন। আমি আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে সার্বিক সহায়তা করেছি।”

জাকারিয়া আরও জানান, মামলার সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।
তিনি বলেন,

“অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা ছবি বিকৃত করে পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, বা শেয়ার করেছেন—সকলকে আইনের আওতায় আনা হবে।”

ডিবির সাইবার ইউনিট ডাকসুকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি ছবি বা ভিডিও বিকৃতি কিংবা সাইবার বুলিংয়ের শিকার হন, তবে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

  জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন...