| Your Ads Here 100x100 |
|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে লড়বেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার। এ আসনে দলের নিরঙ্কুশ সমর্থন পেয়ে তিনিই একক মনোনয়ন প্রার্থী।
মিয়াজ মেহরাব তালুকদার ভারত ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এক্টিভিস্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতৃত্বে ছিলেন। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স আন্দোলনের অন্যতম সংগঠক। সুন্দরবন রক্ষা আন্দোলনে নেতৃত্বদানের জন্য গ্রেফতার হন। কোটাবিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকার দরুন বারবার পুলিশের নির্যাতিত হয়েছেন। মিয়াজ মেহরাব তালুকদার দেশের অন্যতম এক্টিভিস্ট সংগঠন পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন- (প্যাক) এর প্রতিষ্ঠাতা।
এ ছাড়াও এনসিপির এ নেতা দীর্ঘদিন ময়মনসিংহে তার নিজ উপজেলার গরীব ও দু:খী মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তার ‘খেদমতগার’ সংগঠনের মাধ্যমে। তাদেরকে উদ্যমী ও উদ্যোক্তা হতে সহায়তা করেছেন। ময়মনসিংহের জেলা এনসিপির সদস্য ডক্টর মাকামে মাহমুদ বলেন, “মেহরাব তালুকদার বাংলাদেশপন্থী তরুণদের আইডল। ময়মনসিংহ অঞ্চলে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠায় তিনি ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।”
প্রথমবারের মতো নির্বাচনে নিজের প্রার্থীতা প্রসঙ্গে মেহরাব তালুকদার বলেন, “জুলাইয়ের ধারাবাহিকতায় এই নির্বাচনে এক নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি মুক্তাগাছার সন্তান। আয়মন তীরের মুক্তাগাছা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল। মুক্তাগাছার প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ হলে মুক্তাগাছাকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ‘রাজধানী’ হিসেবে গড়ে তুলবো। আয়মন নদীকে পুনর্জিব্বিত করে এই নদী কেন্দ্রীক পুরনো রুপে মুক্তাগাছাকে সাজাবো। এলাকার তরুন ও কর্মক্ষমদের জন্য স্থানীয় কর্মসংস্থান এর ব্যবস্থা করবো।”
এ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু ওরফে ক্লাসিক বাবলু। তিনি সাবেক প্রতিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ছোটভাই । অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
বিশ্লেষকরা বলছেন, বৃহত্তর ময়মনসিংহে এবার জয় পরাজয়ের মূল ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে তারুণ্যের ভোট। প্রায় ৭ লাখ নতুন ভোটারের হাতে প্রার্থীদের জয় নির্ভর করবে। ময়মনসিংহ ৫ এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৪৬৬ জন। এবার ভোটার বেড়েছে ৫৬ হাজার ৯৪১ জন।

