29 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

জোট না করলেও আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির

জনপ্রিয়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়েই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জোট গঠন না করলেও আমরা সমঝোতার পথে যেতে পারি।”
বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এটি ছিল তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম সিলেট সফর। বিমানবন্দরে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আদায় করব। নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকে থাকার সুযোগ নেই।”
সম্প্রতি নিজের বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, প্রবাসীদের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। “তাদের বুকভরা ভালোবাসা ও সমর্থনে আমি আপ্লুত,” বলেন তিনি।
এ সময় তিনি “পিআর পদ্ধতি” নিয়ে কথা বলেন। তাঁর ভাষায়, “বিশ্বের ১৯৩টি দেশে এই পদ্ধতি চালু আছে। এটি ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। আমাদের জনগণ বিষয়টি বুঝলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।”
দিনে পরে তিনি সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির হাফিজ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মমতা ব্যানার্জির পোস্টের জবাবে যা বললেন শাহরুখ

বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন ঘিরে উৎসবের রেশ এখনো কাটেনি। বিশ্বজুড়ে কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসার পাশাপাশি পশ্চিমবঙ্গের...