21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

মানিক ভাই জানালেন, তাঁকে এলাকায় সবাই এনসিপির সভাপতি বলে খোঁচা দেয় : হাসনাত আব্দুল্লাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিজস্ব প্রতিবেদক:
হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন –

লাল জামা পরা মানুষটিকে সবাই “আজম ভাই” বলে চেনে। পেশায় প্রবাসী, থাকেন দুবাইয়ে। প্রধানমন্ত্রী হাসিনার পালানোর খবর শুনে সেখানে মিষ্টি বিলিয়েছিলেন তিনি। নিজের কথায়— “এ যেন মুক্তির আনন্দ।”
অক্টোবরের বারো তারিখ দেশে এসেছেন মেয়ের বিয়ে দিতে। বিয়ের আয়োজন শেষে আবার ফিরবেন আগামী ৮ তারিখে।
কিন্তু যাওয়ার আগে বললেন, ডিসেম্বরের ভোটের এক সপ্তাহ আগে আবার ফিরে আসবেন।
জিজ্ঞেস করলাম— “বিদেশে বসেই তো এবার ভোট দিতে পারবেন, দেশে আসবেন কেন?”
হেসে উত্তর দিলেন—

“নয় সালের পর আর ভোট দিতে পারিনি। ভোটের উৎসব হারিয়ে গিয়েছিল। এবার দেশের ভোটের দিনের আনন্দে শরিক হতে চাই।

আজম ভাইয়ের পাশেই মানিক ভাই। স্যাঁতসেঁতে অন্ধকারে ধোঁয়াটে আগুনের সামনে বসে চা বানান।
রং চায়ের লিকারে দুধ মেশার পর যে পিঙ্গল বর্ণ তৈরি হয়— সেটি যেন তাঁর জীবনের প্রতিচ্ছবি।
ফ্যাকাশে চোখে কাচের চশমা, মুখে পরিশ্রান্ত হাসি। টিএসসির সেই ‘স্বপন মামা’-র মতোই মানিক ভাই চায়ের কাপে মিশিয়ে দেন জীবনের গল্প।
এলাকায় সবাই তাঁকে বলে “এনসিপির সভাপতি”— ঠাট্টা করে।
তবে এতে মন খারাপ হয় না তাঁর।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...