21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

চট্টগ্রাম বন্দরে ২৫ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুটি কনটেইনারে ২৫ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। গত ৯ অক্টোবর পাকিস্তান থেকে এ চালান আসে। পরবর্তীতে এটি নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের একটি অফডকে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কোরবানিগঞ্জ এলাকার মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে ‘বার্ড ফুড’ বা পাখির খাদ্য ঘোষণায় চালানটি আমদানি করে। নথি অনুযায়ী মোট ৩২ টন পাখির খাদ্য আসার কথা ছিল। গত ৯ অক্টোবর দুটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং খালাসের জন্য সেগুলো ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড ডিপোতে নেয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানের খালাস স্থগিত করেন। পরে ২২ অক্টোবর দুই কনটেইনার খোলা হলে দেখা যায়— সামনের অংশে রাখা রয়েছে পাখির খাদ্য, আর পেছনের অংশে লুকানো ২৫ টন পপি বীজ
পরীক্ষায় নিশ্চিত পপি বীজ
উদ্ধার করা নমুনা তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়—
১️⃣ চট্টগ্রাম বন্দরস্থ উদ্ভিদ সংগনিরোধ দপ্তর,
২️⃣ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার,
৩️⃣ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
এর মধ্যে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর ও কুয়েটের প্রতিবেদনে পপি বীজের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে

আইনি অবস্থান

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার এইচ এম কবির বলেন,

“পপি বীজ যদি অঙ্কুরোদ্‌গম উপযোগী হয়, তাহলে এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়।”

তিনি আরও জানান,

“আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পপি বীজ সম্পূর্ণভাবে আমদানি নিষিদ্ধ।”

মূল্য কয়েকগুণ বেশি
কাস্টমস সূত্রে জানা গেছে, চালানের ঘোষণাপত্রে পণ্যের মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা
তবে জব্দ করা পপি বীজের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে।
পরবর্তী ব্যবস্থা
চট্টগ্রাম কাস্টম হাউস জানিয়েছে, জব্দ করা পণ্য ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং শুল্ক আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...