21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“প্রার্থীরা সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে কিংবা মুখ্য সংগঠক ও বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।”

তিনি আরও জানান, মনোনয়ন ফরমের মূল্য সর্বনিম্ন ১০ হাজার টাকা, তবে ইচ্ছা করলে কেউ অধিক অর্থে সংগ্রহ করতে পারবেন
বিশেষ ক্ষেত্রে, ‘জুলাই যোদ্ধা’দের জন্য এই ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা
দলীয় মুখ্য সমন্বয়ক বলেন,

“সবচেয়ে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কোনো রকম আর্থিক বা রাজনৈতিক প্রভাব এখানে কাজ করবে না।”

তিনি আরও জানান,
১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...