- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
এক দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনায় কেঁপে উঠেছে চট্টগ্রাম নগরী। এবার গুলিবিদ্ধ হয়েছেন এক অটোরিকশাচালক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কুয়াইশ চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অটোরিকশাচালকের নাম মো. ইদ্রিস আলী (৩৭)। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চালিতাতলী এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, হাঁটুতে গুলি লেগে রাস্তায় লুটিয়ে পড়েছেন ইদ্রিস আলী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
আহত ইদ্রিসের দাবি, গুলি আসলে তার উদ্দেশে নয়—অন্য কারও দিকে ছোড়া গুলি ভুলবশত তাকে আঘাত করে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুর উল্লাহ আশেক ঘটনাটি নিশ্চিত করেছেন
বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন বলেন,
“ঘটনা যে সময়ে বলা হচ্ছে, তখন আমরা আশপাশেই টহলে ছিলাম। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”

