24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বিএনপি-জামায়াতের সঙ্গে জোটে যেতে পারে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও সংকট কাটাতে বিএনপি কিংবা জামায়াত—যে কারও সঙ্গে জোট গঠন করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যদি উভয় পক্ষ সংস্কার বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি দেয়—এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’-এর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘চারদলীয় জোট বা মহাজোট আর কার্যকর নয়’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“চারদলীয় জোট কিংবা মহাজোট কোনোভাবেই কাজ করবে না। কারণ, প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। প্রতীক বিক্রির দিন শেষ। এখন অনেক দলের মাথা গরম হয়ে গেছে, তারা সরকারকে চাপ দিয়ে আরপিও পরিবর্তনের চেষ্টা করছে। আমি বলব—দু-একটি আসনের জন্য আপনারা নিজেদের পরিশ্রম ও স্বপ্ন বিক্রি করবেন না।”

‘সংস্কারে একমত হলে জোট সম্ভব’
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও জানান, বিএনপি ও জামায়াতের মধ্যে সংলাপের উদ্যোগ অব্যাহত রয়েছে।

“বিএনপি ও জামায়াতের মধ্যে যে মল্লযুদ্ধ চলছে, তার সমাধান তাদেরই করতে হবে। সরকার এখন বল তাদের কোর্টে ছুঁড়ে দিয়েছে। তারা যদি নিজেরা সমাধান না করে, সেটা তাদের জন্য লজ্জার বিষয়। সংস্কার ও বিচার ইস্যুতে একমত হলে ৯ দলের মধ্যে রাজনৈতিক জোট হতে পারে।”

তিনি জানান, এ লক্ষ্যে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ছয় দল একসঙ্গে বসেছে এবং আলোচনা চলছে।
প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির মনোনয়ন ফরম দলীয় কার্যালয় ও অনলাইনে পাওয়া যাবে।
  • ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা,
  • আর জুলাইযোদ্ধাদের জন্য মাত্র ২ হাজার টাকা।
    আগামী ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নেতৃবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।
তাসনিম জারা এ সময় বলেন,

“মানুষের কাছে আহ্বান থাকবে—আপনার এলাকার সবচেয়ে সৎ ও যোগ্য মানুষকে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে উদ্বুদ্ধ করুন।”

এনসিপি নেতারা জানান, তাদের লক্ষ্য হলো “সংস্কার, জবাবদিহি ও নাগরিক অধিকারের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...