- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বছর ঘুরে আবারও কাছে চলে এসেছে মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাস পবিত্র রমজান। ইসলাম ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ গতকাল শনিবার (৮ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আসন্ন রমজান শুরু হতে এখনো ১০০ দিন বাকি।
জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। আর একদিন পর, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন,
“১৭ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে, তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই অস্ত যাবে। ফলে চাঁদটি খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।”

