24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে সেনা-পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা পাঠানো হয়েছে।
আজ সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে।
সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,

“আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। জনগণের জানমাল রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি জানান, সামাজিক মাধ্যমে সেনা প্রত্যাহারের খবর ‘গুজব’, এবং আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত আছে।
  • রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও পরিবহন টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
  • ঢাকার প্রবেশপথে বসানো হয়েছে নতুন চেকপোস্ট।
  • সাইবার ইউনিট সক্রিয়, সামাজিক মাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট শনাক্তে কাজ করছে।
  • মেস, হোস্টেল ও হোটেলে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  • সন্দেহজনক ব্যক্তি ও ঝটিকা মিছিলের ক্ষেত্রে তাৎক্ষণিক আটক নীতিতে কাজ করবে পুলিশ।
আইজিপি বাহারুল আলম নির্দেশ দিয়েছেন,

“ঢাকা লকডাউন কর্মসূচির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, জেলা পর্যায়েও চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে আওয়ামী লীগের কর্মীরা ঢাকায় প্রবেশ করতে না পারে
বৈঠক সূত্রে জানা যায়, পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক মাধ্যমে কর্মীদের ঢাকায় বিশৃঙ্খলার নির্দেশ দিচ্ছেন।
সরকার ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে এসব গ্রুপ ও পেজ বন্ধের জন্য।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...