24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গাজীর সাবেকপুরে জিএমপি কমিশনার নাজমুল করিম খান সাময়িক বরখাস্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে প্রত্যাহারের পর এবার মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,

“গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন; সেহেতু সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।”

এ সময় জানানো হয়, বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
নাজমুল করিম খান ২০২3 সালের ১১ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। পরের বছর ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।
তবে এ বছরের ১ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে গাজীপুর থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
সূত্র জানায়, নাজমুল করিম কমিশনার থাকাকালীন গাজীপুরে ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর আতঙ্ক তৈরি হয়, যা প্রশাসনিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে প্রশাসনিক মহল “অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ” হিসেবে দেখছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...