- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে। এ ঘটনায় এনসিপির নেতাকর্মীরা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। আগে থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার ছিল, তবে বিস্ফোরণের পর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন,
“রাত ১১টার দিকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সন্দেহভাজন পাঁচজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।”
অন্যদিকে, একই রাতে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন,
“আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

