24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ,

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে। এ ঘটনায় এনসিপির নেতাকর্মীরা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। আগে থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার ছিল, তবে বিস্ফোরণের পর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন,

“রাত ১১টার দিকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সন্দেহভাজন পাঁচজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।”

অন্যদিকে, একই রাতে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন,

“আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরপর এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন উদ্বেগ তৈরি করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...