ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে জুলহাস (৪০) নামে এক বাসচালক পুড়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলহাসের বাড়ি একই উপজেলার ভালুকজান গ্রামে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাতের যাত্রা শেষে ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করে রাখা হয়। এ সময় বাসচালক জুলহাস, এক নারী যাত্রী ও তাঁর ছেলে বাসের ভেতরেই অবস্থান করছিলেন।
ওসি বলেন, “গভীর রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘুমন্ত চালক জুলহাস দ্রুত বেরিয়ে আসতে পারেননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান।”
তবে বাসে থাকা নারী যাত্রী ও তাঁর ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চালক জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রোকুনুজ্জামান আরও বলেন, “অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত তা শনাক্তে পুলিশি অভিযান শুরু হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”