26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে আটক ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদক কারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুন এর নেতৃত্বে সোনাতলী সাকিনে মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারীর সোনাতলী গ্রামের জরিনা, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান, ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি, রংপুর বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮,৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও, জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...