26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
গাজীপুরে এক রাতে তিনটি পৃথক স্থানে পার্ক করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে বাসন, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, কাছাকাছি ফায়ার স্টেশন থাকলেও সদস্যরা সময়মতো পৌঁছাননি। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন দাবি করেন—

“পুলিশের সঙ্গে সমন্বয় করেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

এর আগে ভোর ৪টা ৫০ মিনিটে শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন,

“আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে, তবে কোনো হতাহত নেই।”

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুজন যুবক।
তারা মোটরসাইকেলে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও বাসের আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,

“দুর্বৃত্তদের শনাক্তে অভিযান চলছে। বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি

তিনটি ঘটনার মধ্যে মিল রয়েছে—সবগুলোতেই সড়কের পাশে পার্ক করা বাসকে লক্ষ্য করে একই কায়দায় পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে।
পুলিশ বলছে, ঘটনাগুলোর পেছনে সংগঠিত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তদন্ত চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...