| Your Ads Here 100x100 |
|---|
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের কয়েকটি অঙ্গসংগঠন আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে ঘিরে টানা পাঁচ দিন ধরে সহিংস তৎপরতার পর মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনের (নিষিদ্ধ) নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে —
-
চারুকলা অনুষদ,
-
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর),
-
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট,
-
কার্জন হল গেট এবং
-
বিজ্ঞান ভবনে।
গভীর রাতে একযোগে এসব ভবনের ফটকে তালা লাগিয়ে ‘লকডাউন সফল করার’ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুকে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি পোস্ট করে লেখেন,
“১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”
এরপর আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ একই ছবি শেয়ার করে লেখেন,
“দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”
তিনি আরও মন্তব্য করেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এ দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন,
“রাতে কয়েকটি ভবনের ফটকে তালা লাগানো হয়েছিল। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

