26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার রায় সোমবার

জনপ্রিয়
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার তিন আসামি হলেন—
  1. শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী
  2. আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
  3. চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
তাদের মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন, যা মামলার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে
রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউশনে আরও ছিলেন মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম, ফারুক আহাম্মদসহ একাধিক আইনজীবী।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে প্রসিকিউশন দাবি করে, ২০২৫ সালের জুলাই-আগস্টে সংঘটিত ব্যাপক সহিংসতা, গণহত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে অভিযুক্তদের প্রত্যক্ষ ভূমিকা ছিল।
প্রতিরক্ষা পক্ষ অবশ্য অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রমাণবিহীন বলে দাবি করে আসছে।
২০২৫ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, নিখোঁজ ও গণহত্যার অভিযোগ তদন্তের পর এই মামলা ট্রাইব্যুনালে আনা হয়।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে।
এই মামলা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।
রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে ইতোমধ্যেই আদালত চত্বর ও আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ নভেম্বর সকালে আদালত কক্ষে রায় ঘোষণা করা হবে এবং উপস্থিত থাকবে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...