25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

আজ মুজিববাদের কফিনে শেষ পেরেক গাঁথা হবে: ছাত্রশিবির সভাপতি

জনপ্রিয়
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরোধিতা করে ঢাকার সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে মহাখালীর আমতলী মোড় ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
পরে সংক্ষিপ্ত সমাবেশে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও নিপীড়নের অবসান ঘটাতে হবে। তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো সংঘর্ষ বা সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...