25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

জানা গেলো দূরপাল্লার বাস ঢাকা থেকে ছেড়ে যাবে কী না

জনপ্রিয়
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন টার্মিনালে সীমিত আকারে দূরপাল্লার বাস চলাচল করছে।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের আশঙ্কায় অনেক মালিক বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যাত্রাবাড়ীর অন্তরা পরিবহনের কাউন্টারকর্মী রাজু আহমেদ বলেন, “বাস চলাচল বন্ধ আছে, কখন চালু হবে জানি না। যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।”
একইভাবে কিংস পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল কাদের বলেন, “ভয়ে অনেক মালিক বাস বন্ধ রেখেছেন। আমাদের কোনো গাড়ি আজ রাস্তায় নামেনি।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। গ্রিন লাইন, সাকুরা, সেন্টমার্টিনসহ কিছু বড় পরিবহন কোম্পানির অল্পসংখ্যক বাস চলাচল করছে।
যাত্রাবাড়ীর বাসিন্দা শাহরিয়ার হোসাইন জানান, “আজ সকালে পটুয়াখালী যাওয়ার কথা ছিল, কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না।”
ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলম দেওয়ান বলেন, “বাস বন্ধের কোনো সংগঠিত সিদ্ধান্ত নেই। অনেক মালিক নিজ দায়িত্বে নিরাপত্তার কারণে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...