25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

যে অভিযোগে শেখ হাসিনার বিচারের রায় আগামী ১৭ নভেম্বর

জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় ঘোষণার দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ১৭ নভেম্বর (সোমবার) এ মামলার রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জানিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্য আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে বিচারকাজ সম্পন্ন হয়েছে। অভিযোগগুলো হলো—
  1. উসকানিমূলক বক্তব্য:
    ২০২৪ সালের ১৪ জুলাই অভ্যুত্থান চলাকালে গণভবনে সংবাদ সম্মেলনে কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের ছাত্র-জনতার ওপর হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ।
  2. হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ:
    আন্দোলন দমনে হেলিকপ্টার ও ড্রোন থেকে গুলি ছোড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই নির্দেশ বাস্তবায়নে সহায়তা করেন বলে অভিযোগে উল্লেখ।
  3. রংপুরে আবু সাঈদ হত্যা:
    ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রনেতা আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে।
  4. চানখাঁরপুলে হত্যা:
    একই বছরের ৫ আগস্ট পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
  5. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো:
    ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা ও তাদের পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...