ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মারধরের শিকার সালমা ইসলামকে জুলাই আন্দোলনের সময়কার এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সালমা ইসলামের আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ির সামনে ভাঙচুরের সময় সালমা ইসলাম গণপিটুনির শিকার হন। এরপর পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যা প্রচেষ্টা মামলায় সালমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার আদালতে হাজির করে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানিতে সালমার পক্ষে আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সাতমসজিদ রোডে একটি মিছিলে অংশ নেন সাইম। সেখানে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার পর গত বছরের ১ ডিসেম্বর তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৩৭ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন