বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার এক পর্যায়ে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে এক সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যায় মাসুম। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায়। শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা, হামলা ও অবরোধের অভিযোগে কোতোয়ালী থানায় টিএসআই মাহাবুব আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৬০–৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
চারজন গ্রেপ্তার
ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন—
-
সোহেল হাওলাদার
-
মাসুমের স্ত্রী রিমি বেগম
-
রিফাত
-
শিল্পী আক্তার

