22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে রিজভীর গাড়ি আটক

জনপ্রিয়

পটুয়াখালীর কাজিরহাটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গাড়ি আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় যুবদলের একাংশ। বহিষ্কৃত যুবদল নেতা মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে এই কর্মসূচি পালন করেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার কাজিরহাট ব্রিজ এলাকায় রিজভীর গাড়ি পৌঁছালে নেতাকর্মীরা সড়কে শুয়ে পড়েন। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, এক হতদরিদ্র পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিজভী পটুয়াখালী যান। তার আগমনসংক্রান্ত খবর ছড়িয়ে পড়তেই যুবদলের একাংশ বিক্ষোভস্থলে জড়ো হয়ে রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তোলে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর একটি ঘটনায় “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে” রিমুকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।
তবে তাঁর সমর্থকরা বলছেন—এটি “রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত”।
স্থানীয় নেতাদের দাবি, রিমু ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই বিএনপির আন্দোলনে সক্রিয় ছিলেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন মিছিল–সমাবেশ থেকে শুরু করে সাংগঠনিক কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
পটুয়াখালী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আন্দোলনস্থলে বলেন—
“রিমু ভাই না থাকলে কঠিন সময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল-সমাবেশ হতো না। তিনি ১৭ বছর ধরে রাজপথে আছেন। এমন একজন ত্যাগী নেতাকে বহিষ্কার করা ঠিক হয়নি।”
তারা রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন—
“আমি মানবিক কাজে এসেছি, দলের কোনো বিষয় দেখতে আসিনি। তবে আপনারা যেহেতু বলেছেন, আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাব। বিবেচনা করা হবে।”
তার আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান এবং ব্রিজ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...